২২ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: মাধবপুরে বিএনপির ২ গ্রুপের মারামারিতে বিএনপির অফিসও ভাঙচুর।
হবিগঞ্জের মাধবপুরে মাজারের ওরস পালকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটনা ঘটেছে।এতে উভয় পক্ষের আহত অন্তত ৩০।
এছাড়া স্থানীয় বিএনপির একটি অফিস ভাঙচুরের অভিযোগও উঠেছেশুক্রবার(২১ফেব্রুয়ারি) রাত ৮ টায় উপজেলার বাঘাসুরা ইউপির কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটে।
সূত্র জানায়,স্থানীয় মাজারের ঔরষ পালনের নেতৃত্ব দেয়াকে কেন্দ্র করে বাঘাসুরা ইউনিয়ন বিএনপি যুবদল নেতা নজরুল বনাম ইউনিয়ন বিএনপির সেক্রেটারি এডভোকেট সাজিদুর রহমান সজলের পক্ষের দুই গ্রুপের মধ্যে কয়েক ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলে।পরে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করে। এছাড়া স্থানীয় বিএনপি একটি অফিসও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
স্থানীয় ইউপি সদস্য নুর উদ্দিন হোসেন জানান,দীর্ঘদিন একভাবে ওরস পালন হয়ে আসছিল। এবার নতুন ভাবে পালন করতে চাইলে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে।আমাদের সালিশ এরা কেউই মানেনি।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই সংঘর্ষে,এডঃ সজল (৪২),মোশাহিদ(৪২),সাজু (৩২),সাদেক (৩২),মামুন(২৩),হুদয় (২০),রাহুল (২৫), ইব্রাহিম (৪০), সোহেল (২৫),আবুকালাম (৩০),জামিল চৌধুরি,মনির(২৩),তানবির(২২), সোহান)(২৪) সহ উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
মাধবপুর থানার ওসি আবদুল্লাহ আল-মামুন জানান,ঘটনাস্থলে পুলিশ পৌছে মারামারি নিয়ন্ত্রন করেছে।বর্তমানে তদন্ত চলছে।