১৮ ডিসেম্বর, ২০২২
ছবি: নির্বাচন কমিশন।
বিএনপির ছেড়ে ৫ সংসদীয় আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ৫ জানুয়ারি মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন আর যাচাই-বাছাই ৮ জানুয়ারি। প্রার্থিতা বাতিলের শেষ দিন ১৫ জানুয়ারি। সব আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম ) ভোট হবে।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রোববার বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বাকি চার কমিশনারসহ ইসির জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে বসেন। বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসির সচিব জানান, ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে ভোট হবে ১ ফেব্রুয়ারি। পরে সংরক্ষিত নারী আসন-৫০ এর ভোটের তারিখ ঘোষণা করা হবে।
এর আগে ১১ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে স্বশরীরে পদত্যাগপত্র দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত আসনের রুমিন ফারহানা।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ বিদেশে থাকায় ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার অসুস্থ থাকায় স্বশরীরে পদত্যাগপত্র দেননি।
ওই দিন রাতেই বিএনপির সংসদ সদস্যদের ছেড়ে দেয়া আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।