৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি / বিশেষ সংবাদ

বিএনপির বিভিন্ন আন্দোলনে নিহত ও নির্যাতিত নেতা-কর্মীদের পরিবারে ইদ উপহার প্রদান

২০ এপ্রিল, ২০২৩

জোবায়ের আহমেদ,
শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: বিএনপি নেতা মৃত জাকির হোসেন মাস্টারের স্ত্রী ও বর্তমান নেতৃবৃন্দ

বগুড়ার শেরপুরে বিএনপির গণতন্ত্র পুর্নরুদ্ধার আন্দোলনে গিয়ে নিহত জাকির হোসেন মাস্টারের পরিবারের নিকট দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পাঠানো হয়েছে।
 

বুধবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দামুয়া গ্রামস্থ মৃত জাকির হোসেনের বাড়িতে গিয়ে নিহতের স্ত্রীর হাতে এই উপহার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ। 

এসময় তার সঙ্গে ছিলেন- শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আইয়ুব আলী, স্থানীয় বিএনপি নেতা আব্দুল করিম প্রমুখ।
 

পরে সাংবাদিকদের উদ্দেশ্যে বিএনপি নেতা কেএম মাহবুবার রহমান হারেজ বলেন, বিএনপির ডাকে বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে গিয়ে সারাদেশে নিহত এবং বিভিন্ন সময়ে গুমের শিকার ও গুরুতর আহত নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের কাছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দিচ্ছে দলের নেতা কর্মীরা।
 

এরই ধারাবাহিকতায় শেরপুরের বিএনপি নেতা নিহত জাকির মাস্টারের পরিবারের কাছেও এটি তুলে দেওয়া হলো। আমরা তাদের কাছে ঈদ উপহার সামগ্রী দিতে গিয়ে এই অবৈধ সরকারের কালো দিনগুলোর কথা মনে পড়ছে। আমাদের ভাইদের শুধুমাত্র রাজনৈতিক কারণে যৌক্তিক আন্দোলনে অংশ নেওয়ায় এবং সরকারের বিরুদ্ধাচারণ করায় হত্যা, গুম ও নির্যাতন করা হয়েছে।

Related Article