৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

বিএনপি-পুলিশের সংঘর্ষ আহত-১০

২২ নভেম্বর, ২০২২

মোঃ শামীম হোসাইন,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ

কুমিল্লা বিভাগীয় সমাবেশের প্রচারপত্র বিলি করার সময় ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে বিক্ষোভ করা নিয়ে রংপুরে পুলিশ বেধড়ক লাঠিচার্জ এবং বিএনপি-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু ও জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর নেতৃত্বে বিকেলে প্রতিবাদ বিক্ষোভ নিয়ে দলীয় কার্যালয়ের প্রধান ফটক থেকে প্রধান সড়কে উঠতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। এ নিয়ে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করলে সংঘর্ষ বাঁধে। এসময় নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুড়ে। পরে পুলিশের লাঠিচার্জের কাছে ঠিকতে না পেরে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় দুই পুলিশ সদস্যসহ ১০ জন আহত হন।

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুজ্জামান লাকু অভিযোগ করেছেন, পুলিশ বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভে লাঠিচার্জ করে বিক্ষোভ পণ্ড করে দিয়েছে। পুলিশের বেধড়ক লাঠিচার্জে আমাদের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।তিনি বলেন, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। নয়নকে পুলিশ বন্দুক ঠেকিয়ে হত্যা করেছে। প্রয়োজনে সব নেতাকর্মী আমরা জীবন দিবো কিন্তু রাজপথ ছেড়ে দিবো না।

তিনি পুলিশী লাঠিচার্জের নিন্দা জানিয়ে জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবি করেন।তবে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানান, অনুমতি না থাকায় তাদেরকে সড়কে আসতে বারণ করা হয়েছিল। কিন্তু বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের তিন সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে।

তিনি বলেন, ‘কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইনশৃঙখলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইলে আমরা কোনো ছাড় দেবো না।’

অন্যদিকে দুপুর সাড়ে ১২টায় একইভাবে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব মাহফুজ উন নবী ডনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ের প্রধান ফটক দিয়ে সড়কে উঠতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। এসময় বাগ্বিতণ্ডা হলেও সংঘর্ষ বাঁধেনি। পরে সেখানেই সমাবেশ করে নয়ন হত্যার প্রতিবাদ জানায় মহানগর বিএনপি।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good