২০ নভেম্বর, ২০২২
ছবি: সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলার বিদায়ী ইউএনও আসিফ আহমেদ।
চোখে ছিলো পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সহকর্মী ও উপজেলার সকলের কাছ থেকে বিদায় নিলেন বগুড়া শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আহমেদ।
শনিবার (১৯ নভেম্বর) বিকালে শাজাহানপুর উপজেলা চত্বরে শাজাহানপুর উপজেলবাসী ব্যানারে আয়োজিত এক গণ-সংবর্ধনা অনুষ্ঠানে দেখা যায় এমন হৃদয় বিদারক চিত্র।
আয়োজক কমিটির আহ্বায়ক ও কমরউদ্দিন ইসলামিয়া কলেজ অধ্যক্ষ এ.এইচ.এম শফিকুত তারেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) প্রভাষক সোহরাব হোসেন (ছান্নু)।
প্রধান অতিথি প্রভাষক সোহরাব হোসেন (ছান্নু) বলেন, দেশকে এগিয়ে নিতে এরকম যোগ্য এবং সৎ অফিসার প্রয়োজন। তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
আয়োজক কমিটির সদস্য ও শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান (সবুজ) এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা (মিরা), ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চলের প্রধান হাসিবুর রহমান, রানীরহাট কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু জাফর, গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতাউর তালুকদার ফজু, খরনা ইউপি চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান (শাহিন), আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান (আতিক), চুপিনগর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান (বাবলু), খোট্রাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক, মাঝিড়া ইউপি চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান, আশেকপুর ইউপি নব-নির্বাচিত চেয়ারম্যান হযরত আলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাদশা আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এ কে এম জিয়াউল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম (রঞ্জ)।
গণসংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও আসিফ আহমেদ বলেন, ভালো থাকুক শাজাহানপুর উপজেলার প্রতিটি মানুষ। আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি আপনাদের ভালোবাসা। সরকারি চাকুরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহয়তা আমি পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়তো কারো বিরাগভাজন হয়েছি। অনেক সময় ইতিবাচক আবার কখনো নেতিবাচক ভাবে মানুষকে উপস্থাপন করা হয়। খোলা চোখ দিয়ে সবকিছু দেখা যায় না। চোখের আড়ালেও অনেক কিছু থাকে। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বেশির ভাগ মানুষের চোখেই ছিলো জল। আবেগ থামাতে না পেরে কেঁদে ফেলেন অনেকেই। তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।
জানা যায়, ২০২১ সালের ০৪ ফেব্রুয়ারি শাজাহানপুর উপজেলায় নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন আসিফ আহমেদ। ৩১ তম বিসিএস ক্যাডারের এ কর্মকর্তা কর্মজীবনে বিভিন্ন জেলা ও উপজেলায় দায়িত্ব পালন করেন। পদোন্নতী পেয়ে চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পরবর্তী কর্মস্থলে যোগদান করবেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, তিনি কখনো সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেননি। তিনি সকলকে নিজের আপন মানুষ ভেবে কাজ করেছেনে এবং সেটা সবার চোখেও পড়েছে। দীর্ঘ এই সময়ে কেবল প্রশংসিত হয়েছেন তা নয়, কখনও সমালোচিতও হয়েছেন তিনি। তবুও মানবতার ক্ষেত্রে চুল পরিমাণ ঘাটতি রাখেননি এই ইউএনও। এর আগে উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রেসক্লাব ও সাংবাদিকদের সংগঠন ও বিভিন্ন সমাজসেবী সংগঠনের নেতৃবৃন্দরা ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানান আসিফ আহমেদকে।
গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতাউর তালুকদার (ফজু) বলেন, আমি পরপর ছয়বার নির্বাচিত চেয়ারম্যান। আমি আমার কর্মকালে এতটা আন্তরিক এবং কর্মঠ অফিসার পাই নাই।যিনি জনগণের প্রয়োজনে সব সময় কাছে ছিলেন।
উপজেলার একাধিক ব্যক্তি জানান, সরকারি রুটিন ওয়ার্কে থেকেও জন সাধারণের মন জয় করা একজন মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হচ্ছেন শাজাহানপুরের বিদায়ী ইউএনও আসিফ আহমেদ। যোগদান করার পর থেকেই সরকারি সেবা সর্বসাধারণের দুয়ারে পৌছিয়ে দিতে নিজেকে নিবেদন করেছেন। তিনি তার কর্মের দ্বারা শাজাহানপুরের সর্বস্তরের মানুষের মন জয় করেছেন। বিশেষ করে করোনা মহামারির ভীতিকর পরিস্তিতিতেও তিনি উপজেলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত পর্যন্ত ছুটে গেছেন সরকারি সাহায্য নিয়ে। বাড়িয়ে দিয়েছেন মানুষের প্রতি মানবিকতার হাত। উপজেলা নির্বাহী কর্মকর্তার দরজা সত্যিকার অর্থেই উন্মুক্ত ছিলো সকলের জন্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে তিনি একজন সজ্জন,পরোপকারি ব্যক্তি হিসেবে অল্প সময়ে পেয়েছেন পরিচিতি। রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সেতু হিসেবে কাজ করেছেন। তিনি যে কোন প্রাকৃতিক দুর্যোগে ব্যতিব্যস্ত হয়ে পড়তেন।
গণ সংবর্ধনা অনুষ্ঠানে সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি চাঁচাইতারা-মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়, উপজেলা ইসলামিক ফাউন্ডেশন, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, উপজেলা স্কাউটস, উপজেলা ইমাম সমিতি, কমিনিউটি পুলিশিং ফোরাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সুশাসনের জন্য নাগরিক-সুজন, উপজেলা দলিল লেখক সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তিবর্গের পক্ষ থেকে বিদায়ী ইউএনও আসিফ আহমেদকে সংবর্ধনা জানানো হয়।