১৯ মার্চ, ২০২৩
ছবি: বই প্রকৃত বন্ধু, একশ বন্ধুর চেয়ে একটি ভালো বই উত্তম।
মনের খোরাক ভালো বই পড়ে পড়ে মানুষ হয়। বই মানুষের প্রকৃত বন্ধু। নিজকে সমৃদ্ধ করতে চাইলে বই পড়ার কোন বিকল্প নেই। আলো যেমন জাগতিক নিয়মে অন্ধকারকে দূর করে আলোকিত করে দেয়, তেমনি বই মানুষের চিন্তা চেতনাও বিশ্বাস কে অন্ধকার জগত থেকে আলোতে নিয়ে আসে। বই অতীত থেকে ভবিষ্যত, নিকট থেকে দূরে এমন যুগ থেকে যুগান্তরে জ্ঞানের আলোকে পৌঁছে দিতে পারে।
একজন দার্শনিক বলেছিলেন, বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয় যার সাথে কোন দিন ঝগড়া হয় না, মনমালিন্য হয় না। বই মানুষের জ্ঞান চক্ষু খুলে দিয়ে মনের জগৎ কে প্রসারিত করে। একটি বই অনেক সময় মানুষের জীবনকে পর্যন্ত বদলে দিতে পারে। মানুষের শরীর সুস্থ রাখার জন্য মানুষ খাবার খায় ঠিক তেমনি মানুষের জ্ঞান অর্জনের জন্য নিয়মিত বই পড়া দরকার। বই কোন মানুষকে মূর্খ বানায় না। বই থেকে কেউ ইসলামি জ্ঞান অর্জন করে আবার কেউ অন্য জ্ঞান অর্জন করেন। যে যত বই পড়বে তার জ্ঞানের পরিধি ততই বৃদ্ধি পাবে। আমরা চাইলে অনেক সুন্দর সুন্দর বই পড়তে পারি। বর্তমানে অনলাইনে থেকে অনেক ভালো ভালো বই ক্রয় করা যায়। আমাদের ব্যক্তিগত পাঠাগার তৈরি করতে পারি। আর বই পড়ার অভ্যাস করতে হবে।
বর্তমান সময়ে ইন্টারনেট ব্যাপক সাড়ার ফলে আমরা দিন দিন বই পড়া থেকে বিমুখ হয়ে যাচ্ছি। ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোস্যাল মিডিয়ায় আমাদের সময় গুলো নষ্ট করে ফেলছি। আমরা বই বিমুখ হয়ে অনলাইনে আসক্তি হয়ে যাচ্ছি। আমরা কাজের ফাঁকে যত টুকু সময় পায় সেই সময় অনলাইনে কাটিয়ে দেয়। আমরা অনেক সময় অবহেলায় নষ্ট করে দিচ্ছি। শুধু আমাদের একটি সিদ্ধান্ত যা আমাদের পরিবর্তন করে দিতে পারে। তাই আসুন, বই পড়ার অভ্যাস গড়ে তুলি।
লেখক
নিয়ামুল ইসলাম
ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়