০২ নভেম্বর, ২০২৩
ছবি: বগুড়া তিনমাথায় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ।
বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘন্টা অবরোধের শেষ দিনে বগুড়ায় ট্রাক ও অটোরিকশা ভাঙচুরসহ পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে অবরোধকারীরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে বগুড়া তিনমাথা রেলগেট মোড়ে অবরোধকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ৮টি ককটেল ছোড়ে। এসময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ঘটনাস্থলে থাকা অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, ‘পুলিশকে লক্ষ্য করে অবরোধকারীরা সাত থেকে আটটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে আমাদের কোনো সদস্য আহত হননি।’
সকাল পৌনে ১০ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের বারোপুর মোড়ে ককটেল বিস্ফোরণ করে ভীতিকর পরিস্থিতি তৈরীর সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীরা। এসময় অটোরিকশা ভাঙচুর ও গাড়ি চলাচল বন্ধ করে দেয় বিএনপি'র সমর্থকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে মহাসড়কে। এসময় শতাধিক পন্যবাহী ট্রাকসহ যানবাহন প্রশাসনের সহযোগিতায় মহাসড়কে গন্তব্য পথে যাত্রা করে।
পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘পুলিশ সদস্যরা মাঠে রয়েছে, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেয়া হয়েছে। মানুষের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে সকাল থেকে রাত অবধি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। কেউ যদি জানমাল এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বাধাগ্রস্ত করে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনী ব্যবস্থা নেওয়া হবে৷’