০৬ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / অপরাধ

বগুড়া শেরপুরে শ্বশুরকে পিটিয়ে হত্যা করলো জামাই

২৭ ফেব্রুয়ারী, ২০২৩

জোবায়ের আহমেদ,
শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: ঘাতক জামাই সোলেমান আলী (৬০) ও মৃত্যু শ্বশুর আব্দুস সাত্তার (৮৫)

বগুড়া শেরপুর উপজেলায় জামাইয়ের লাঠির আঘাতে বৃদ্ধ শ্বশুর আব্দুস সাত্তার (৮৫) এর মৃত্যু হয়েছে।
২৭ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনি এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত আব্দুস সাত্তার অত্র এলাকার কাজেম উদ্দীনের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, আব্দুস সাত্তারের সাথে তার জামাই সোলেমান আলীর (৬০) বেশ কিছুদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো। এরই জেরে আজ সোমবার দুপুরে আব্দুস সাত্তার যখন মসজিদ থেকে যোহর নামাজ শেষে বের হন তখন পূর্ব থেকেই মসজিদের পাশে ওঁৎ পেতে থাকা তার জামাই সোলেমান আলী (৬০) পেছন থেকে লাঠি দিয়ে তার শ্বশুরের মাথায় আঘাত করে। এতে আব্দুস সাত্তার গুরুতর আহত হলে তার পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরিস্থিতির অবনতি ঘটলে দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) লাল মিয়া বলেন, সংবাদ পাওয়ার পরেই অভিযান চালিয়ে ঘাতক জামাইকে গ্রেফতার করা হয়েছে। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করলেও হত্যার কারণ জানায়নি। এজন্য আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন। তাই তাকে মঙ্গলবার আদালতে প্রেরণ করে রিমান্ড আবেদন করা হবে।

Related Article