০৭ এপ্রিল, ২০২৫
ছবি: ছবি: ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার বিক্ষোভ মিছিল।
ফিলিস্তিনে ইসরায়েলের চলমান মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে বগুড়া শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার শহরের সেন্ট্রাল মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন তিনি এবং পরিচালনা করেন শহর সেক্রেটারী আ স ম আব্দুল মালেক।
সমাবেশে বক্তব্য রাখেন শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী, শহর অফিস সম্পাদক আব্দুল হামিদ বেগ, আইন সম্পাদক অ্যাডভোকেট শাহীন মিয়া, শিক্ষা সম্পাদক হেদায়েতুল ইসলাম প্রমুখ।
এছাড়াও মিছিলে নেতৃত্ব দেন শহর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী রফিকুল আলম ও আল-আমীন, এবং প্রচার সম্পাদক ইকবাল হোসেন।
মিছিলে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করে ফিলিস্তিনের নিরীহ জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা ফিলিস্তিনে অব্যাহত গণহত্যা, দমন-পীড়ন ও জাতিগত নিধনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা৭ বন্ধের দাবি জানান।
সমাবেশ থেকে বিশ্ব মুসলিম উম্মাহকে ফিলিস্তিন ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় এবং বাংলাদেশ সরকারকে এই বর্বরতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণের দাবি তোলা হয়।