২৮ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: আটককৃত ২ জন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কতৃক বগুড়া শেরপুরে পৃথক দুইটি অভিযানে ২০০ বোতল ফেনসিডিল সহ মেহেদী (২৪) ও আশিক (২২) নামে দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুজনের বাসা দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায়।
জানা যায়, ২৭ ফেব্রুয়ারি (সোমবার) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের 'ক' সার্কেল টীম এক গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার শেরপুর উপজেলায় দুইটি অভিযান চালায়। প্রথম অভিযানে ১২০ (এক'শ বিশ) বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ একজনকে গ্রেফতার করে। পরবর্তী আরেক অভিযানে ৮০ (আঁশি) বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়।
এ বিষয়ে মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবির হাসান ও পরিদর্শক মোঃ ইব্রাহিম খান বাদী হয়ে শেরপুর থানায় পৃথক দুইটি মামলা করেছে।