১৭ মে, ২০২৩
ছবি: মতবিনিময় সভা
বগুড়ার শেরপুরে মতবিনিময় সভা করেছেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। মঙ্গলবার (১৬ মে) বেলা সাড়ে তিনটায় উপজেলা পরিষদের হল রুমে এই মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সুধীজন, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া কর্মীগণ সহ সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন, জেলা আওয়ামী লীগ সভাপতি এবং শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান মজনু, ভাইস চেয়ারম্যান মোঃ শাহ জামাল সিরাজী, শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাজিদ হাসান সিদ্দিকী লিংকন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান, শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা, সাংবাদিক মুন্সি সাইফুল বারি ডাবলু ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
মতবিনিময় সভায় করতোয়া ও বাঙালী নদী রক্ষা, শেরপুরের ফ্লাইওভার, আইন শৃঙ্খলা সহ উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এর আগে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এছাড়াও শিলা বৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্থ ১০ টি পরিবারের মাঝে নগদ টাকা ও ঢেউ টিন বিতরণ করেন।