০৪ মে, ২০২৪
ছবি: দীর্ঘ তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি
প্রায় একমাস তীব্র তাবপ্রবাহের পর অবশেষে বগুড়া জেলার ধুনট উপজেলাসহ বিভিন্ন জায়গায় ঝরছে কাঙ্ক্ষিত বৃষ্টি।
শনিবার (৪ মে) সকাল থেকেই সূর্যের তেজ কমে মেঘের দেখা মেলে।
অন্যদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমে আসে। তবে দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টির দেখা মিললেও সন্ধ্যা অবধি বগুড়াতে দেখা যায়নি ছিটেফোঁটাও। অবশেষে সন্ধ্যা থেকে শীতল বাতাস এবং বৃষ্টির দেখা মিলে। এতে শীতল অনুভব হচ্ছে কিছুটা।
শনিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটের দিকে বৃষ্টির দেখা পাওয়া যায়।
বগুড়া ধুনট উপজেলার গোসাইবাড়ী, পশ্চিম গুয়াডহরী, জোড়খালি, বড়বিলা, নাটাবাড়ী, চিকাশী, সোনারগাঁও, মোহনপুরসহ বিভিন্ন স্থানে বৃষ্টি পড়ার খবর পাওয়া গেছে।
এতে সাধারণ জনগণের মাঝে স্বস্তি নেমে আসে। দীর্ঘ দিন তাপপ্রবাহ শেষ আকস্মিক বৃষ্টি হওয়ায় আনন্দ উপভোগ করতে দেখা যায় সকল বয়সী মানুষের মাঝে। কিশোর বাইজিদ আহমেদ বলেন, ‘আমরা দীর্ঘদিন পর বৃষ্টি দেখা পেয়েছি, এজন্য আনন্দে বৃষ্টিতে ভিজছি।’
এদিকে মে মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।