৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / বিশেষ সংবাদ

বগুড়া শেরপুরে নবম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

০৯ মার্চ, ২০২৩

জোবায়ের আহমেদ,
শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: মৃত্যু শিক্ষার্থী রিয়াদ হোসেন (১৪)

বগুড়া শেরপুরে নবম শ্রেণীতে পড়ুয়া রিয়াদ হোসেন (১৪) নামের এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ।
০৯ মার্চ (বৃহস্পতিবার) দুপুরের শেরপুর পৌর শহরের শান্তিনগর এলাকায় এক বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

জনা যায় রিয়াদ হোসেন পার্শ্ববর্তী শাজাহানপুর উপজেলার সোনাকানিয়া গ্রামের রহিদুজ্জামানের ছেলে এবং স্থানীয় পল্লী উন্নয়ন একাডেমি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। শেরপুর পৌর শহরের শান্তিনগর এলাকায় পরিবারের সাথে ভাড়া থাকতো। সে গত বুধবার বিকেলে তার বাবা-মা তাকে রেখে গ্রামের বাড়িতে যায়। আজ বৃহস্পতিবার দুপুরে ফিরে এসে বাসার দরজা খোলার চেষ্টা করে।
অনেক ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে এবং মোবাইলে ফোন করেও কোন রেসপন্স না পেয়ে সন্দেহ হয় তাদের। এরপর দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে রিয়াদের ঝুলন্ত লাশ দেখতে পায় তারা। এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাম্মাক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্কুল ছাত্রের লাশ উদ্দেশ্য করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারো উপর অভিমান করে সে এই কাজ করে থাকতে পারে। বিস্তারিত জানার জন্য লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। 

তবে স্থানীয় একটি সূত্র মতে রিয়াদের মৃত্যুর সাথে প্রেম সংক্রান্ত বিষয় রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Related Article