২৬ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: অভিযুক্ত সোহাগ হোসেন।
বগুড়া শেরপুর উপজেলার খামারকান্দী ইউনিয়নের শুভগাছা গ্রাম থেকে এক স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগে সেহাগ হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।
২৬ ফেব্রুয়ারি (রবিবার) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া।
তিনি বলেন, ভিক্টিমের বাবা গতকাল ২৫ ফেব্রুয়ারি (শনিবার) থানায় একটি ধর্ষণ মামলা করে। এরপর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত সোহাগ হোসেন (২৫) কে শুভগাছা বাজার এলাকা থেকে রাত সাড়ে ৯ টায় গ্রেফতার করেন।
সোহাগের বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা। মাটি কাটার ড্রেজার মেশিনে কাজ করার জন্য অনেক দিন ধরে সে শেরপুর উপজেলার খামারকান্দী ইউনিয়নে বসবাস করছিলো। একই এলাকায় বসবাসের কারণে ভিক্টিমের পরিবারে সাথে তার একটা সু-সম্পর্ক তৈরি হয়ায় নিয়মিত সে তাদের বাড়িতে যাতায়াত করতো।
গত শুক্রবার রাত ১২ টায় উক্ত স্কুল ছাত্রী শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে ধর্ষণে অভিযুক্ত সোহাগ তাকে সুকৌশলে জোর করে তুলে নিয়ে বাড়ির পাশের এক ফসলি জমিতে ধর্ষণ করে।
কিছুক্ষণ পর ভিক্টিমের পরিবার তাকে না পেয়ে খুজতে বের হয়। সোহাগ হোসেন এটি বুঝতে পেরে গ্রামের রাস্তায় রেখে সটকে পড়ে। এরপর শনিবার সন্ধ্যায় ভিক্টিমের বাবা থানায় একটি ধর্ষণ মামলা করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে গতকাল সন্ধ্যায় মামলা লিখিত অভিযোগ দেয়ার পরেই অভিযান চালিয়ে অভিযুক্ত সোহাগকে গ্রেফতার করা হয় এবং আজ রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।