৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয়

বগুড়া শেরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

৩১ মে, ২০২৩

জোবায়ের আহমেদ,
শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ উদযাপন

বগুড়ার শেরপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। ৩১ মে (বুধবার) বেলা ১১ টায় উপজেলা সভা কক্ষে ‘তামাক নয়, খাদ্য ফলান’ এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও উপজেলা চত্বরে র‌্যালি করেছে উপজেলা প্রশাসন।
 

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: রায়হানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফারজানা আকতার,  উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা. ফাহমিদ হুদা তন্ময়, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম,  

শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দিপক কুমার, শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাহিদ আল মালেক। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীরা আলোচনা সভা ও র‌্যালীতে আংশ নেন।
 

আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই ও পুষ্টিকর ফসল ফলাতে তামাক চাষ বাদ দিয়ে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। এতে মাদক নির্মূলের পাশাপাশি দেশে খাদ্য সংকট লাঘব হবে। এছাড়াও ধূমপান ও নেশা থেকে মুক্ত থাকারও  আহবান জানান বক্তারা।

Related Article