২৩ Jun, ২০২৩
ছবি: বগুড়া শাজাহানপুরের আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর ছবি
মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩শে জুন পুরান ঢাকার কে এম দাস লেনের ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্যদিয়ে এই রাজনৈতিক দলটির জন্ম হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায়, বগুড়া শাজাহানপুরের ২৩ জুন শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি( ভারপ্রাপ্ত )ও উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নুর সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রগতি অব্যহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই। আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।