১২ Jun, ২০২৩
ছবি: বগুড়া শাজাহানপুরে বাস-ট্রাকের সংঘর্ষ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (১২জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নাটোর-বগুড়া আঞ্চলিক মহাসড়কের ওমরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ কুন্দারহাট হাইওয়ে পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান।
দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন- বাসচালক নাটোরের সিংড়ার বাসীন্দা ইউনুস আলী (৪০), গাইবান্ধার পলাশবাড়ীর মিজানুর রহমান (৪২), রংপুর তারাগঞ্জের নাইম মিয়া (২৮), কুড়িগ্রাম সদরের শিল্পী আক্তার (২৫) পাবনা সদরের রবিউল ইসলাম (৪০), বগুড়ার নন্দীগ্রামের আল আমিন (২৭) ও অজ্ঞাত পুরুষ (৩৫)। পুলিশ জানিয়েছে, আহত এই ৭ ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। বাকি ৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বগুড়ার কুন্দুরহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী জানান, সোমবার সকালে রাজশাহী থেকে কুড়িগ্রামগামী সামির চয়েসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রংপুর থেকে আসা নাটোরগামী একটি বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি আরও জানান, আহত ১৫ জনের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি আট জনকে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।