০৭ নভেম্বর, ২০২২
ছবি: মৃত মঞ্জু মিয়া (৩৫) এর লাশ
বগুড়ার শেরপুর উপজেলায় বাড়ির ছাদে পানির ট্যাংকের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ছাদ থেকে পড়ে মুঞ্জু মিয়া (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শেরপুর পৌরসভার নয়াপাড়া এলাকায় আজ সকাল ১০ টায় এই দুর্ঘটনাটি ঘটে।
সে উপজেলার গাড়িদহ ইউনিয়নের বাংড়া গ্রামের চান মিয়ার ছেলে। দীর্ঘ দিন ধরে মুঞ্জু মিয়া এই পেশায় নিয়োজিত ছিলো। আজ সকালে শেরপুর পৌর এলাকার নয়াপাড়ায় মুজাহিদুল ইসলামের বাড়িতে তিনি কাজ করতে গেলেন এই ঘটনা গটে। বাড়ির ছাদের ১ ফুট দূরেই ছিলো হাই ভোল্টেজের বৈদ্যুতিক লাইন। অসাবধানতা বশত হঠাত হাত দিয়ে তার স্পর্শ করলে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিন তলা থেকে পড়ে যায় এবং তাৎক্ষণিক ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খন্দকার বলেন, শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Good news
Good