৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি / আইন-আদালত / অপরাধ

বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আ’লীগ নেতা গ্রেপ্তার

১৭ অক্টোবর, ২০২৪

গোলাম আজম,
বগুড়া জেলা (বগুড়া ) প্রতিনিধি

ছবি: বগুড়ার শাজাহানপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আওয়ামী নেতা ইমদাদুল হক গ্রেপ্তার।

বগুড়ার শাজাহানপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ স্থানীয় আওয়ামীলীগ নেতা ইমদাদুল হক (৩৫) কে গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার(১৭ অক্টোবর) রাত্রি ২ টার দিকে উপজেলার আমরুল ইউনিয়ন হতে তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

গ্রেফতারকৃত ইমদাদুল হক আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সে প্রাণ কোম্পানি মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতেন।

শাজাহানপুর থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলাকালে ইমদাদুল হককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে বেশকিছু ধারালো হাসুয়া ও ১টি পিস্তল উদ্ধার করা হয়। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্বে দেয়া সেনাবাহিনীর  ক্যাপ্টেন জিয়ান বিষয়টি নিশ্চিত করেন। 

শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, ইমদাদুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করে বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হচ্ছে।

Related Article