২৬ এপ্রিল, ২০২৩
ছবি: গ্রেপ্তারকৃত তোফাজ্জল হোসেন
বগুড়ার সারিয়াকান্দি গোয়ালবাতান গ্রামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের মূল আসামি মো. তোফাজ্জল হোসেন (৫৫) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
মঙ্গলবার (২৬ শে এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) ।
গ্রেপ্তারকৃত মো. তোফাজ্জল হোসেন উপজেলার একই গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে।
র্যাব-১২ বগুড়া পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান গত ১৭ এপ্রিল উপজেলার গোয়ালবাতান গ্রামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রী প্রতিবেশী মো. তোফাজ্জল হোসেনের বাসায় খেলাধুলা করতে গেলে কৌশলে ওই ছাত্রীকে তার বসতবাড়ির শয়ন ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।
এঘটনার পরের দিন গত ১৮ এপ্রিল ভিকটিমের বাবা সারিয়াকান্দি থানায় একই গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেনের নাম উল্লেখ করে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।
র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তোফাজ্জলকে গ্রেপ্তার করা হয়। স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি তোফাজ্জলকে গ্রেপ্তারের পর সারিয়াকান্দি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।