২০ মার্চ, ২০২৩
ছবি: ছবি: প্রতীকি
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে সদরের জয়পুরপাড়া এলাকায় স্কুল বাসের ধাক্কায় আনিছুর রহমান নামে এক অটোভ্যান চালক নিহত হন।
এর আগে, এদিন ভোরে জেলার নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কাথম এলাকায় ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় আশরাফ নাম এক চালক নিহত হন। আহত হয়েছেন চালকের সহযোগী টুটুল। টুটুল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত ট্রাকচালক ৪০ বছরের আশরাফ যশোরের মনিরামপুরের বাসিন্দা। আর ভ্যানচালক ৫২ বছরের আনিছুর বগুড়া সদরের কৈচর এলাকার বাসিন্দা। ঘটনাস্থলেই এ দুজনের মৃত্যু হয়।
সড়কে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. তানভীর হাসান ও বগুড়া সদরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জালাল উদ্দিন।