১৫ Jun, ২০২৩
ছবি: গ্রেপ্তারকৃত আজাহার আলী।
বগুড়ায় ২৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
গত বুধবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আজাহার আলী জেলার শিবগঞ্জ উপজেলার ছাতুয়া শালুকগাড়ী এলাকার মৃত জসমত আলীর ছেলে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় বগুড়া র্যাব-১২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, র্যাব-১২ বগুড়া পুলিশ সুপার মীর মনির হোসেন।
র্যাবের এই কর্মকর্তা বলেন, গত ১৯৯৩ সালে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ছাতুয়া শালুকগাড়ী এলাকায় পারিবারিক কলহের জেরে প্রথম স্ত্রী জাহানারা বেগমকে হত্যা করে আজাহার আলী। এরপর এই হত্যা মামলায় ২ মাস জেল হাজতে থেকে জামিন নিয়ে বের হয়ে ১৯৯৫ সালে বগুড়া ত্যাগ করে। এরপর আর কখনও সে বগুড়া আসেনি এবং কোন আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ করেননি। এদিকে ১৯৯৮ সালে এই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আদেশ দেন আদালত।
তিনি আরও জানান, আসামি দীর্ঘ ২৮ বছর দেশের বিভিন্ন জেলায় অবস্থান করছিল। সর্বশেষ চট্টগ্রামে আজাহার আরেকটি বিয়ে করে সংসার করছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জেলার শিবগঞ্জ থানায় পাঠানো হয়েছে।