৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / আইন-আদালত / অপরাধ

বগুড়ায় প্রকাশ্যে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

০২ সেপ্টেম্বর, ২০২৩

গোলাম আজম,
বগুড়া জেলা (বগুড়া ) প্রতিনিধি

ছবি: বগুড়া শাজাহানপুর আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক পারভেজ হোসেন।

   বগুড়ার শাজাহানপুরে প্রভাষক পারভেজ হোসেন (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে ‍কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

শনিবার (০২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টায় উপজেলার আশেকপুর ইউনিয়নের মাথাইল চাপড় নামক স্থানে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত পারভেজ হোসেন কৈচড় বিএম কলেজের প্রভাষক ও আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি আশেকপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সাবরুল হাটখোলা এলাকার মনসুর তালুকদার (মন্টু মিয়ার) ছেলে।

স্থানীয়রা জানান, নিহত পারভেজ হোসেন সাবরুল বাজার থেকে মোটরসাইকেলে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাথাইল চাপড় নামক স্থানে পৌঁছলে একদল দুর্বৃত্ত সিএনজি যোগে এসে তাকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেলে দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি কোপাতে থাকে। তার মাথায় হেলমেট ছিলো হেলমেটের উপর দিয়েই তাকে কোপানো হয়। 

এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতের সময় তার ডান হাত কনুই থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি ঐ রকম অবস্থাতেই বাঁচার জন্য দৌড়ে পালিয়ে স্থানীয় একটি বাড়িতে ঢুকে পড়ে যান। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পারভেজ হোসেন নিহত হয়েছে এমন খবর শোনার পরপরই তার বাবা ‍মনসুর তালুকদার হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। তদন্ত করতেছি। হত্যাকান্ডের রহস্য এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Related Article