৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয়

বগুড়ায় চুরি করতে গিয়ে বহুতল ভবন থেকে পড়ে চোরের মৃত্যু

৩০ ডিসেম্বর, ২০২২

গোলাম আজম,
বগুড়া জেলা (বগুড়া ) প্রতিনিধি

ছবি: বগুড়া জেলার মানচিত্র।

বগুড়ার সদর উপজেলায় চুরি করতে গিয়ে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে রাশেদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রাশেদুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। এ ঘটনায় রাশেদুলের আরেক সহযোগী লাল মিয়া (৩৮) আহত হয়েছেন। তিনি বগুড়া সদর উপজেলার হাজরাদিঘী গ্রামের মোকবুল মিয়ার ছেলে। লাল মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে পুলিশ হেফাজতে নিয়েছে। 

বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বিষয়গুলো নিশ্চিত করে জানান, শিকারপুর উত্তরপাড়া গ্রামের হামিদ আলীর পাঁচতলা নির্মাণাধীন বাড়িতে থাকা লোহার রড চুরি করতে যান রাশেদুল ইসলাম ও লাল মিয়া। এ সময় স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া করলে রাশেদুল ইসলাম ভয়ে চতুর্থ তলায় উঠেন। সেখানে গিয়ে পা ফসকে তিনি নিচে পড়ে যান। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই রাশেদুল ইসলামের মৃত্যু হয়। 

তিনি আরও জানান, নিহত রাশেদুলের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে এবং পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Related Article