৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয়

বগুড়ায় চলন্ত ভটভটি উল্টে চালক নিহত

০৯ নভেম্বর, ২০২২

গোলাম আজম,
বগুড়া জেলা (বগুড়া ) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

বগুড়া কাহালু উপজেলায়  চলন্ত ভটভটি উল্টে চালক সুলতান আকন্দ (২০) ঘটনাস্থলেই নিহত এবং তার সহযোগি আব্দুল কাদের (১৮) আহত হয়েছেন।

বুধবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুর্গাপুর-দেওগ্রাম সড়কের বিটিসিএল টাওয়ারের পাশে দূর্ঘটনাটি ঘটে । 

নিহত সুলতান আকন্দ দুর্গাপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত তরিকুল্লা আকন্দের ছেলে এবং আহত আব্দুল কাদের একই গ্রামের কুশার ছেলে।

জানা যায়, সুলতান দেওগ্রাম এলাকা থেকে তার ভটভটিতে করে মুরগীর বিষ্ঠা নিয়ে দুর্গাপুরের দিকে আসার সময় উল্লেখিত স্থানে চালক সুলতান নিয়ন্ত্রণ হারালে ভটভটি রাস্তার ওপর উল্টে যায় এতে ভটভটির নিচে চাপা পড়ে সুলতান ঘটনাস্থলেই মারা যান এবং তার সাথে থাকা সহযোগী আব্দুল কাদের সামান্য আঘাতপ্রাপ্ত হন।

 কাহালু থানার এসআই নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

Related Article