১৬ Jun, ২০২৩
ছবি: বগুড়া শাজাহানপুরে এভাবেই হাতির পিঠে চড়ে বিয়ে করতে যান আজিজুল হক।
স্বপ্নের রাজকুমারের মতো নিজের ছেলের বিয়ের আয়োজনটা করতে চেয়েছেন রাজকীয়ভাবে। তাই ঘোড়া, গরুর গাড়ি, প্রাইভেট কার, মাইক্রোবাস সব কিছুর আয়োজন থাকা সত্ত্বেও বাবার ইচ্ছে পূরণেই হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার এক যুবক।
উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর দারিকামারিপাড়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আজিজুল হকের (২৭) সাথে একই উপজেলার চোপিনগর ইউনিয়নের বড়পাথার মধ্যপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে সানজিদা আকতার শাম্মীর এই বিয়ে অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৬ জুন) দুপুর সাড়ে ৩ টার দিকে চার শতাধিক বরযাত্রী নিয়ে নিজ বাড়ি থেকে বিশাল আকৃতির একটি হাতির পিঠে চড়ে বরবেশে যাত্রা করেন। এই বর্ণাঢ্য বরযাত্রা দেখতে রাস্তার দুই পাশে শত শত নারী-পুরুষ ভিড় করে। উৎসুক জনতার উদ্যেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান বর আজিজুল হক।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বাড়ি ফিরে নাচ-গানের আসরে যোগ দেন মিজান। বরের নিকট আত্মীয় ও স্থানীয়রা জানান, মৃত বাবার ইচ্ছে পূরণ করতেই এই ব্যতিক্রমী বিয়ের আয়োজন করা হয়েছে।
বরের বাড়িকে ঘিরে গোটা এলাকায় সপ্তাহ ধরে দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়। এই আলোকসজ্জাও দেখার মতো। তাই অন্য গ্রামের মানুষরাও এ গ্রামে ভিড় জমিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য এনামুল হক জানান, বরের বাবা আফজাল হোসেনের কোন ছেলে সন্তান ছিল না। পরপর ৪টি মেয়ে সন্তান হওয়ার পর ৫ম বার তার স্ত্রী গর্ভবতী হলে তিনি মানৎ করেন যদি এই বার ছেলে সন্তান হয় তাহলে তিনি তার ছেলেকে উপযুক্ত বয়সে হাতির পিঠের চড়ে বিয়ে করাবেন। কিন্তু আফজাল হোসেন বেচে থাকাকালিন তার এই মানৎ পূরণ হয়নি। ৪ বছর আগে তিনি মারা যান। অবশেষে বাবার মানৎ পূরণ করতেই হাতির পিঠে চড়ে বিয়ে করেন ছেলে আজিজুল হক।