৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / বিশেষ সংবাদ

বগুড়া শাজাহানপুরে উপজেলা চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

০৫ এপ্রিল, ২০২৩

গোলাম আজম,
বগুড়া জেলা (বগুড়া ) প্রতিনিধি

ছবি: ঈদ সামগ্রী বিতরণের স্থির চিত্র

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বগুড়া শাজাহানপুরে গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন (ছান্নু)। তিনি তার নিজস্ব অর্থায়নে উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় তিন হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বলে জানা গেছে।

বুধবার (৫ এপ্রিল)  সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন গাম-গঞ্জ ও পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে নগদ অর্থ, শাড়ী-লুঙ্গি, পাঞ্জাবীসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী।

দিনব্যাপী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু, উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমদ, খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক, চোপিনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, প্রচার সম্পাদক আসাদুজ্জামান লিটন,

 উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, আবুল কালাম আজাদ বাচ্চু, গাজিউল হক, সৈয়দ মনির হোসেন ময়না, উপজেলা কৃষক লীগ সভাপতি আবুল কালাম আজাদ ঠান্ডা, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ উপজেলা শাখার আহ্বায়ক আব্দুস ছাত্তার প্রমুখ।

Related Article