৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয় / আইন-আদালত / অপরাধ

বগুড়া শাজাহানপুরে সাংবাদিককে হত্যা-চেষ্টার মামলায় একজন গ্রেপ্তার

২০ ডিসেম্বর, ২০২২

ছবি: গ্রেপ্তারকৃত মোব্বাকর।

বগুড়া শাজাহানপুরে স্থানীয় এক সাংবাদিকের করা হত্যাচেষ্টা মামলায় মোকাব্বর হোসেন (৩২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার হেলেঞ্চাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোকাব্বর শাজাহানপুর উপজেলার পারতেখুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। এর আগে, গত রোববার দুপুরে মোকাব্বরসহ তিনজনের বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টার মামলা করেন সাংবাদিক সজিবুল আলম (সজিব)।

ভুক্তভোগী সাংবাদিক সজিব পারতেখুর সরদারপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. শাহ আলম। তিনি শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তরকোণ পত্রিকার শাজাহানপুর উপজেলা প্রতিনিধি।

জানা যায়,গত রোববার বেলা পৌনে ১১টার দিকে শাজাহানপুর উপজেলার পারতেখুর পূর্বপাড়া গ্রামে মারধরের শিকার হন সাংবাদিক সজিব। উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশ করায় সজিবকে মারধর ও হত্যাচেষ্টা করা হয়। তাকে শ্বাসরোধে হত্যাচেষ্টা এবং পরবর্তীতে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে গলাকেটে হত্যার হুমকি দেওয়া হয়।

সম্প্রতি শাজাহানপুর উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করা শুরু হয়। উপজেলার একাধিক স্থান থেকে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন ‘মাটিদস্যুরা’। এসব বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক সজিব। সংবাদ প্রকাশের জের ধরেই তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

অভিযুক্ত অন্য দুজন হলেন, পারতেখুর মধ্য পাড়া গ্রামের বাসিন্দা ওয়ারেছুল মোস্তফা (২৮) ও সাইফুল ইসলাম (৩৬)।

অভিযোগ সূত্রে জানা যায়, ওয়ারেছুল মোস্তফা একজন মাটি ব্যবসায়ী। তিনি উপজেলার সাজাপুর পদ্মপুকুর থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছিলেন। তার অবৈধ মাটি ব্যবসা নিয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক সজিব। এতে ক্ষিপ্ত হন ওয়ারেছুল। গত রোববার সাংবাদিক সজিবকে মারধর করে সজিবের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তাকে হত্যার হুমকি দেন মাটি ব্যবসায়ীরা। এদিন পারতেখুর উচ্চ বিদ্যালয় থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন সজিব। পথে পারতেখুর পূর্বপাড়া গ্রামে তার পথরোধ করেন অভিযুক্তরা। সেখানে সজিবকে মারধর (কিল-ঘুষি ও লাথি) করার পর তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন ওয়ারেছুল। পরে সাইফুল সাংবাদিক সজিবের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তাকে হত্যার হুমকি দেন। একইসঙ্গে সজিবের পকেটে থাকা ১২ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেন অভিযুক্ত মোকাব্বর।

অভিযোগে আরও জানা যায়, সাংবাদিক সজিব নিজেকে বাঁচাতে চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তখন অভিযুক্তরা তাকে ছেড়ে দিয়ে চলে যান। তবে এ সময় সজিবকে একা পেলে মেরে ফেলার হুমকি দেন তারা।

সাংবাদিক সজিবুল আলম (সজিব) বলেন, সাজাপুরের পদ্মপুকুরে মাটি উত্তোলনকারীরা আমার ওপর হামলা চালান। মাটিদস্যুরা আমাকে গলাকেটে হত্যার হুমকি দেন। বর্তমানে ওই পয়েন্টে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধ আছে। 

শাজাহানপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোকাব্বরকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। 

Related Article