৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয় / চাকরি বা ক্যারিয়ার

বগুড়া শাজাহানপুরে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

১৪ ডিসেম্বর, ২০২২

গোলাম আজম,
বগুড়া জেলা (বগুড়া ) প্রতিনিধি

ছবি: শাজাহানপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত ওসি মোঃ আব্দুল কাদের জিলানী।


বগুড়া শাজাহানপুরে নবাগত ওসি মোঃ আব্দুল কাদের জিলানীর সঙ্গে শাজাহানপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মোঃ আব্দুল কাদের জিলানী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।

তিনি আরো বলেন, উপজেলার সর্বস্তরের মানুষ যে কোন সমস্যায় পড়লে থানায় এসে আমার সাথে কথা বলতে চাইলে কারো অনুমতির নেওয়ার প্রয়োজন নেই। থানায় এসে সরাসরি আমার সাথে কথা বলবেন।

এছাড়া তিনি উপজেলা থেকে সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ রাখতে সংবাদকর্মীদের পাশাপাশি এলাকার সব শ্রেনী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) আব্দুর রউফের সঞ্চালনায় মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন শাজাহানপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান (আতিক), আবুল কালাম আজাদ, শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (মিলন), দপ্তর সম্পাদক মঞ্জুরুল আলম (রিপন), সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান (তারা), জিয়াউর রহমান, মিসবাউল আলম (মেসবাহ), মোস্তাকিম হোসাইন, এম শাহিন আলম, আব্দুল ওহাব, সজিবুল আলম (সজিব), গোলাম আজম (শামীম), শফিকুল ইসলাম, নাজিরুল ইসলাম প্রমূখ।

Related Article