০৬ এপ্রিল, ২০২৩
ছবি: বগুড়া শাজাহানপুরে মাঝিড়া মৎস্য আড়তে মোবাইল কোর্ট পরিচালনার স্থির চিত্র।
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া মৎস্য আড়তে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই আড়ৎদারকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ই এপ্রিল) সকালে শাজাহানপুর উপজেলার মাঝিড়া মৎস্য আড়তে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানমের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় দুই আড়ৎদারকে ডিজিটাল স্কেল ব্যবহার না করায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, মাঝিড়া মৎস্য আড়তে ডিজিটাল স্কেল ব্যবহার না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৭ ধারা মোতাবেক দুই আড়ৎদারকে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করেন । সেই সাথে ভবিষ্যতে ডিজিটাল স্কেল ব্যবহার করার জন্য আড়তের সকল আড়ৎদারকে অঙ্গীকার করান।
অভিযানে উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ রাশেদ হাসান থানা পুলিশ এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।