১৪ অক্টোবর, ২০২২
ছবি: ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু
বগুড়া শাহজাহানপুরে উৎসব মুখোর পরিবেশে খোট্রাপাড়া ইউনিয়নে আন্তঃওয়ার্ড চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) বিকাল ৪ টায় নারিল্যা খাজা বাবা খেলার মাঠে জেলা আওয়ামীলীগের সদস্য ও খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন (ছান্নু) ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল খালেক মাস্টার, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিটন, খোট্রাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজীউল হক গাজী, আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাদশা আলমগীর, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, মোস্তাইল বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি এ এস এম ফেরদাউস, জেলা ছাত্রলীগ নেতা সেলিম রেজা, যুবলীগ নেতা শফিকুল ইসলামসহ সকল ইউপি সদস্য ,দলীয় নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় খাজা বাবা একাদশ ক্লাবের পৃষ্ঠপোষকতায় আন্তঃওয়ার্ড চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে ৯টি ওয়ার্ডের ফুটবল দল অংশ নেন।
ফাইনাল খেলায় বোহাইল ভোমরকুঠি একাদশ ২-০ গোলে বিরিকুল্যা ফুটবল একাদশকে পরাজিত করে।