০৮ নভেম্বর, ২০২২
ছবি: নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে পদবঞ্চিত নেতা-কর্মীরা।
বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার পর পরই বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতা-কর্মীরা। এসময় পদবঞ্চিত নেতা-কর্মীরা কাঙ্ক্ষিত পদ না পেয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে ৩০ সদস্যের বগুড়া জেলা শাখার আংশিক কমিটি ঘোষণার ঘণ্টা খানেক পরই ৭ নভেম্বর সোমবার রাত সাড়ে ৯ টায় বিক্ষোভ শুরু করেন সংগঠনটির একাংশের নেতা-কর্মীরা। এ সময় নতুন কমিটির তিন নেতা পদ থেকে সরে যাওয়ার ঘোষণাও দেন।
নতুন কমিটির এই তিন নেতা হলেন- সহসভাপতি নুর মোহাম্মাদ সাগর, সিদ্ধার্থ কুমার সাহা ও যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব শুভ।সিদ্ধার্থ কুমার সাহা এই কমিটিকে অবৈধ দাবি করে বলেন, ‘আমরা বগুড়ায় রাজনীতি করি অনেক কষ্ট করে। অথচ যাদের কখনও শহরে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে দেখিনি তারা পদ পেয়েছে। এ জন্য আমরা এই অবৈধ কমিটি চাই না।’
এ সময় তারা টায়ার জ্বালিয়ে নব ঘোষিত কমিটির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। পরে রাত পৌনে ১০টার দিকে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতারা মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। শহর ছাত্রলীগ সভাপতি সুজিত কুমার দাসের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সদর ছাত্রলীগ সভাপতি ওবায়দুল্লাহ সরকার স্বপন।
সমাবেশে তারা বলেন, ‘টাকার বিনিময়ে কেন্দ্রীয় ছাত্রলীগ ফেসবুকের মাধ্যমে পকেট কমিটি গঠন করেছে। কমিটিতে ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি। এই কমিটিতে অনুপ্রবেশকারীদের জায়গা দেয়া হয়েছে। এমনকি বগুড়ার রাজনীতিতে যারা সম্পৃক্ততা ছিল না, তাদের নেতা বানানো হয়েছে। আর এই সব হয়েছে জেলা আওয়ামী লীগের শীর্ষ এক নেতার ইশারা ও টাকার মাধ্যমে। ত্যাগী নেতাকর্মীরা এই কমিটি কোনোভাবেই মেনে নেবে না।’