৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয় / অপরাধ

বগুড়া এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

১২ ডিসেম্বর, ২০২২

গোলাম আজম,
বগুড়া জেলা (বগুড়া ) প্রতিনিধি

ছবি: ছবি: বগুড়ায় স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার।

বগুড়ায় জেওন আফরোজ কনিকা (৩৯) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আত্মহত্যা করেছেন।

 সোমবার (১২ ডিসেম্বর) দুপুর পৌণে ১টার দিকে শহরের পুরান বগুড়া মোল্লাপাড়ার ভাড়া বাসা থেকে পুলিশ তার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। জেওন আফরোজ কনিকা বগুড়া সদর উপজেলার কৈচড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সিরাজুল ইসলামের স্ত্রী৷ 

পুলিশের দাবি, স্বামীর সাথে পারিবারিক কলোহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রুবেল সরকার জানান, স্কুল শিক্ষিকা জেওন আফরোজের স্বামী সিরাজুল যশোরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। সোমবার সকাল ৯টার দিকে স্বামী সিরাজুলের সাথে এই স্কুল শিক্ষিকার মুঠোফোনে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি অভিমানে নিজ শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

তিনি আরও জানান, স্কুল শিক্ষিকা ও তার স্বামীর মধ্যে দীর্ঘদিন যাবত পারিবারিক কলোহ চলে আসছে। তবে এর সঠিক কারণ এখনও জানা যায়নি। মৃতদেহ মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Article