০২ নভেম্বর, ২০২২
ছবি: নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ হযরত আলী
বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিপুল ভোটে স্বতন্ত্র প্রার্থী হযরত আলী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি চারজন প্রার্থীর মধ্যে হযরত আলী আনারস প্রতীকে ৬ হাজার ৮শ’ ৯৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাওলানা আনোয়ারুজ্জামান (আনোয়ার) চশমা প্রতীকে ৩ হাজার ৭শ’ ২৩ ভোট পেয়েছেন।
অপর স্বতন্ত্র প্রার্থী আতিকুজ্জামান (সজিব) মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ৫শ' ৫৩ ভোট পেয়ে তৃতীয় ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ইনছান আলী নৌকা প্রতীকে ২ হাজার ২শ' ৩৮ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন ।
বুধবার (০২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই উপ-নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের মোবাইল টিম, র্যাব, বিজিবি, পুলিশ, আনসারসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছিল আশেকপুর ইউনিয়নে স্থাপিত ১২টি ভোট কেন্দ্র। ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে ২৩ হাজার ৭শ’ ৫৬ জন ভোটারের মধ্যে ১৬ হাজার ৪শ’ ৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে স্থাপিত কন্ট্রোল রুমে সন্ধ্যা সাড়ে ৬টায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ দুলাল হোসেন।