৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিনোদন

বাউফলের ঐতিহ্যবাহী কানাই বালাই দিঘী

২৬ ডিসেম্বর, ২০২২

মোঃ আল আমিন,
বাউফল উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি

ছবি: কাছিপাড়া দিঘীর পাড়।

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নে ঐতিহ্যবাহী কানাই বলাই দিঘী অবস্থিত। জানা যায় , স্থানীয়দের বিশুদ্ধ পানির অভাব পূরণের জন্য এই দিঘীটি খনন করা হয়েছিল। কানাই বলাই দীঘির আনুমানিক দৈর্ঘ্য ২০০ মিটার ও প্রস্থ ১৪০ মিটার। প্রায় তিনশত বছরের প্রাচীন দিঘীকে নিয়ে নানা ধরণের লোককথা জড়িয়ে আছে। কথিত আছে, প্রায় শত বছর আগে কাছিপাড়া গ্রামে কানাই-বলাই নামের হিন্দু ধর্মাবলম্বী দুই ভাই থাকতো। একদিন এই দুই ভাই খেজুর গাছের বাঁকল ভেবে বিশাল আকৃতির দুটি গজাল মাছের উপর বসেছিল। পরবর্তীতে মাছগুলো দুই ভাইকে গভীর জলে নিয়ে যায়। এরপর আর কোনদিন দুই ভাইয়ের দেখা মিলেনি। এই ঘটনার পর থেকে দীঘিটি কানাই বলাই দিঘী হিসেবে পরিচিতি পায়। আবার অনেকের মতে, ভালো মন ও সৎ উদ্দেশ্যে এই দীঘির কাছে কিছু চাইলে তা পূরণ হয় এবং কেউ যদি কানাই বলাই দিঘীকে ভক্তি না করে কিংবা কটূক্তি করে তাহলে তার বিপদ আসে।

‘স্থানীয়দের মতে, কানাই বালাই দিঘীর পানিতে মন বাসনা পূরণ করার এক আধ্যাত্মিক ক্ষমতা আছে। আর এ কারণে দূর-দূরান্ত থেকে বিভিন্ন মানত নিয়ে মানুষ কানাই বলাই দিঘীতে স্নান করতে আসে। মন বাসনা পূরণের পাশাপাশি নিজের দেহ ও মনকে পবিত্র করার উদ্দেশ্য নিয়েও অনেকে গোসল করে থাকেন। প্রতিবছর ফাল্গুন মাসের ৯-১১ তারিখ দিঘীর পাড়ে ওরশের আয়োজন করা হয়। তখন ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ বিশ্বাস, ভক্তি ও শ্রদ্ধা নিয়ে এখানে আসেন। যদিও বর্তমানে বিভিন্ন আগছা, কচুরিপানা ও মাটিতে দিঘীটির এক তৃতীয়াংশ ভরে গিয়ে এক জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে।

‘ এখন কথা হলো , আপনি কিভাবে সেখানে যাবেন-
ঢাকা থেকে সড়ক ও নৌপথে পটুয়াখালী যেতে পারবেন।
সড়ক পথে ঢাকার গাবতলী – সায়েদাবাদ বিভিন্ন বাস স্যান্ড থেকে বিভিন্ন পরিবহন গাড়ি পটুয়াখালী বাউলের উদ্দেশ্য ছেড়ে যায়। আপনি বাস কাউন্টারে যোগাযোগ করলেই সবটা বুজতে পারবেন। সড়ক পথে আনুমানিক ঢাকা থেকে জনপ্রতি ভাড়া ৬০০-৮০০ টাকা হতে পারে।
আর , নৌপথে কিভাবে যাবেন- নৌপথে সদর ঘাট লঞ্চ টার্মিনাল থেকে সরাসরি পটুয়াখালীর উদ্দেশ্য বিভিন্ন লঞ্চ চলে আসে। আপনি চাইলে সদরঘাট থেকে আলাদা ভাবে কাছিপাড়া’র লঞ্চেও আসতে পারবেন। লঞ্চে জনপ্রতি ভাড়া ৪০০ টাকার মতো। আপনি চাইলে লঞ্চের ভিআইপি কেবিনেও আসতে পারবেন। ভিআইপি কেবিন ভাড়া ২০০০ টাকার উপরে।

‘এখন কথা হলো অপরিচিত জায়গা আপনি থাকবেন কোথায়? কোনো সমস্যা নাই বাউফল সদর উপজেলায় বিভিন্ন ধরনের আবাসিক হোটেল আছে , চাইলে আপনি সেখানেই থাকতে পারবেন। যদি সেগুলো পছন্দ না হয় আপনি পটুয়াখালী সদরে গিয়েও থাকতে পারবেন। সেখানেই অনেক ভিআইপি আবাসিক হোটেল পাবেন। থাকা নিয়ে আপনার কোনো সমস্যা হবে না।
‘আর বাউফল এবং কাছিপাড়া বিভিন্ন ধরনের ভালো মানের খাবারের হোটেল রয়েছে। খাওয়া নিয়েও আপনার কোনো সমস্যা হবে না আশা করি।
‘আপনি চাইলে অবশ্যই এই বাউফলের পুরনো ঐতিহ্যবাহী কানাই বলাই দীঘি দেখে যেতে পারেন।

Related Article