২৪ নভেম্বর, ২০২২
ছবি: প্রতীকী।
পটুয়াখালীর বাউফলে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে ১৪ জেলেকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৪ নভেম্বর সকালে মৎস্য অফিস ও নৌপুলিশের অভিযানে জেলেদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমিনের ভ্রাম্যমান আদালত প্রত্যেক জেলেকে জরিমানা করেন।
নৌ-পুলিশ ও আটককৃত জেলেদের স্বজনেরা জানান, বৃহস্পতিবার সকালে বাউফলের তেঁতুলিয়া নদীর চরমমিনপুর পয়েন্ট এলাকায় মৎস্য অফিস ও নৌ-পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এতে অবৈধ চরঘেড়া/বেহুন্দি জাল দিয়ে মাছ শিকারের দায়ে এসব এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে ১৪জন জেলেকে গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালত ১১ জেলেকে ৩হাজার টাকা করে জরিমানা করেন এবং অপর ৩ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেন।
আটককৃত জেলেরা হলেন রেজাউল করিম (৩৮), করিম (৩৫), জহিরুল (২০), মিন্টু আকন (৬০), করিম মোল্লা (২৯), রবিউল (৩২), ইকবাল (২৭), সমির সিকদার (৪০), সাইফুল ইসলাম (২৮), রাসেল (৩২) ও সজল সিকদার (৩২)। এরা সকলে কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের বাসিন্দা। এছাড়া অপর আরও ৩জন অপ্রাপ্ত বয়স্ক জেলেকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়।
কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, আমরা অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Good news
Good