২০ নভেম্বর, ২০২২
ছবি: প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প বাসাইল
টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের কাজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ। এর ফলে প্রকল্পের ঘর নির্মাণ কাজ বন্ধ রয়েছে। বুধবার উপজেলার কাউলজানী ইউনিয়নের চরপাড়া প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে এমন ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে কোন প্রকার নোটিশ না দিয়েই হঠাৎ করে বিদ্যুৎ বিচ্ছন্ন করে দেয়া হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিচ্ছিন্ন করায় বন্ধ হয়ে গেছে ঘর নির্মানের কাজ। বিদ্যুৎ না থাকায় নির্মাণ প্রকল্পের মালামাল চুরি হওয়ার আশঙ্কা করছেন শ্রমিকরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, এবছর জুলাই মাসে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ৩০টি ঘরের কাজের শুরু করা হয়। প্রতিটি ঘর বাবদ খরচ ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫শ’ টাকা। ঘর নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। ডিসেম্বরের মধ্যেই ঘরে উঠবে উপকারভোগীরা। ঘর নির্মাণে ১টি মিটার দিয়ে কাজ চলছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, কোনো নোটিশ না দিয়েই বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে করে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। দ্রুত বিদ্যুৎ না দিলে নির্মাণ প্রকল্পের মালামাল চুরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে বাসাইল পল্লীবিদ্যুতের ডিজিএম অঞ্জন কুমার সরকার বলেন, ৪ মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। সরকারি সিস্টেম রয়েছে বিদ্যুৎ বিল বকেয়া থাকলে মেসেজ যাবে। বিদ্যুৎ সংযোগ নেয়ার পর থেকেই (জুলাই মাস) কর্তৃপক্ষ বিদ্যুৎ বিল পরিশোধ করেনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে, তিন মাস বিদ্যুৎ বিল বকেয়া থাকলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়ার। বিষয়টি সুরহা করার জন্য ইউএনও সাথে কথা হয়েছে। ইউএনও সরকারিভাবে টাকা দেয়ার কথা বলেছেন বলে তিনি জানান।
এ ব্যাপারে বাসাইল উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সাথে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি।
Good news
Good