৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

বাসাইলে জাতীয় বীমা দিবস পালন

০১ মার্চ, ২০২৩

মোঃ সাইফুল ইসলাম,
বাসাইল উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: জাতীয় বীমা দিবসরে অনুষ্ঠান

টাঙ্গাইলের বাসাইলে জাতীয় বীমা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। আজ বুধবার (১ মার্চ) সকালে বাসাইল উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়্যারমান কাজী অলিদ ইসলাম, বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদত হোসেন। এসময় উপস্থিতি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহান রীতা, বাসাইল ডিগ্রী কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  জাহাঙ্গীর হোসেন মিয়া, সরকারি জাবেদা রুবিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান (আপেল), থানার  তদন্ত কর্মকর্তা মোঃ আবু হানিফ সরকার, কাউলজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও বীমা কর্মী প্রমূখ। বক্তারা জীবন বীমার পাশাপাশি, ব্যবসা বীমা, যানবাহন বীমা, পশু বীমা চালু করার আহ্বান জানান।

উল্লেখযোগ্য যে, জাতির জনক শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। তার এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্মরণীয় রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার। ওই বছরের ১ মাস এটি প্রথম দিবস হিসেবে পালিত হয়।

Related Article