০৬ সেপ্টেম্বর, ২০২৪
ছবি: জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধনের ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইলের বাসাইল উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বাসাইল নতুন স্ট্যান্ডে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা আমির আহসান হাবিব মাসুদ উপস্থিত থেকে এ কার্যালয়ের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম খান, বাসাইল উপজেলা কমিটির আমির আফজাল হোসেন, সেক্রেটারি আমিনুল ইসলাম খান, এসিস্ট্যান্ট সেক্রেটারি ফরিদ হোসাইন, বায়তুলমাল সম্পাদক আব্দুল কারিম আকন্দ প্রমুখ।
এছাড়াও উপজেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ ও ওয়ার্ড সভাপতি- সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন।