২৭ এপ্রিল, ২০২৪
ছবি: বৃষ্টি কামনায় মোনাজাতের ছবি
তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে টাঙ্গাইলের বাসাইলে কাঞ্চনপুর ইউনিয়নবাসী বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। শনিবার (২৮ এপ্রিল) বেলা ১০টার দিকে কাঞ্চনপুর কিম্মত আলী গোলাম রাব্বানী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ নামাজের আয়োজন করা হয়।
কাঞ্চনপুর ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এ নামাজে ইমামতি করেন কাঞ্চনপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম শহিদুল ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, বাসাইল সরকারি জাবেদা রুবিয়া মহিলা কলেজের প্রভাষক মাওলানা শামসুল আলম খান প্রমুখ। এছাড়াও বিভিন্ন এলাকার মুসল্লিরা এ বিশেষ নামাজে অংশ নেন।
Good news
Good