০৭ Jun, ২০২৩
ছবি: সংগৃহীত
একের পর এক মাদক উদ্ধার অভিযানে চমক দেখিয়ে যাচ্ছেন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা সহকারে তার চৌকস টিম।
একাধিকবার জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এই অফিসার গোলাম মোস্তফা ইলিশা পুলিশ ফাঁড়িতে যোগদানের পরপরই জনগণের বন্ধু হয়ে কাজ করে যাচ্ছেন। এবং মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে একের পর এক মাদক কারবারিকে আটক করে ব্যাপক আলোচনায় আসেন তিনি
তিনি ইলিশা ফাড়িতে যোগদানের পর বিপুল পরিমাণ মাদক, ইয়াবা, বিদেশী মদ উদ্ধার অভিযানে সফলতা অর্জন করতে সক্ষম হয়।
তারই ধারাবাহিকতায় আজ ৭ই জুন দুপুরে ইলিশা ফাড়ির ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে এ এস আই সুজন মাঝি, এ এস আই মাইনুল ,এ এস আই রিপনসহ পুলিশের একটি টিম ইলিশে ঘাটে অভিযান পরিচালনা করলে সন্দেহ ভাজন তল্লাশি করলে আমির হোসেন (৫২) নামের এই ব্যক্তির কাছে ৫৭৫০ পিস ইয়াবা পাওয়া যায়। আটকৃত আমির হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ১৭নং বারপাড়া ইউনিয়নের আমিরাবাদ গ্রামের মিরাজ মিয়ার ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র বলেন আটককৃত আমির হোসেন পেশাদার মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে দস্যুতা , ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে, এই ঘটনার মামলা প্রক্রিয়াধীন।