৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

বাংলাদেশ প্রেসক্লাবের জেলা সম্মেলন অনুষ্ঠিত

২৬ অক্টোবর, ২০২২

রাজু ভূঁইয়া,
হাওর অঞ্চল প্রতিনিধি

ছবি: অতিথি বৃন্দ

 নেত্রকোনায় বাংলাদেশ প্রেসক্লাবের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকালে জেলা পাবলিক হলরুমে জেলা কমিটির আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 
এতে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা কমিটির আহ্বায়ক শামীম তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক রফিকুল ইসলাম রিপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।


প্রধান আলোচক ছিলেন, প্রফেসর ননী গোপাল সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুর রহিম, বাংলার দর্পন পত্রিকার নির্বাহী সম্পাদক ও সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান শেখ ইকবাল, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা ভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, হাওরবন্ধু মো: ইকবাল হোসেন, এডভোকেট জহিরুল ইসলাম রানা, প্রভাষক ও সাংবাদিক বিজয় দাস, আমন্ত্রিত অতিথি সাংবাদিক অরবিন্দ ধর সহ আরো অনেকে।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এতে উপস্থিত ছিলেন।
নেত্রকোনা জেলা কমিটির সভাপতি হয়েছেন শামীম তালুকদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন মহিউদ্দিন তালুকদার।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good