০৬ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন

২৬ ডিসেম্বর, ২০২৪

মোঃ সোহেল রানা,
ভ্রাম্যমাণ প্রতিনিধি

ছবি: নতুন কমিটি গঠন

বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলার শাখার ত্রি-বার্ষিক মেয়াদে নতুন কমিটি গঠিত হয়েছে।

আজ ২৬ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকার সময় বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখা কার্যালয়ে উক্ত কমিটি গঠিত হয়।

এম.ওয়াহেদ আলী কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ শফি উদ্দিন মিয়া এর সভাপতিত্বে সমিতির সদস্য ভুক্ত সকল প্রতিষ্ঠান প্রধানের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন সদ্যবিলুপ্ত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির দীর্ঘদিনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা গোলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নাগরপুর যদুনাথ কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক আরেফিনা আক্তার মিতু।

পরে সমিতির সদস্যভুক্ত সকল প্রতিষ্ঠান প্রধানগণ অতি দ্রুত কমিটি পূর্ণাঙ্গ করার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে সর্বসম্মতিক্রমে দায়িত্ব প্রদান করেন।

পরবর্তীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম ইকবাল বাহার চৌধুরী টেলিকনফারেন্সের মাধ্যমে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আগামী দিনে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সকলকে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম শুভেচ্ছা বক্তব্যে বলেন- আমি শুরুতেই মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে আজকে সমিতির সদস্যভুক্ত উপস্থিত থেকে যে সকল প্রতিষ্ঠান প্রধানগণ আজকের এই কমিটি গঠনে সার্বিক সহযোগিতা করলেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আমি সকলকে সাথে নিয়ে আগামীদিনে এই সংগঠনকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলে নাগরপুরের সকল কিন্ডারগার্টেন স্কুলের যৌক্তিক দাবি আদায়ের সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ্।

আজকের এই কমিটি গঠন অনুষ্ঠানে ধুবড়িয়া আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ছানোয়ার হোসেন, লিটল স্টার কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ আজিম মিয়া, প্রভাতী আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ শরিফুল মোল্লা মানিক, প্রতিভা প্রি-ক‍্যাডেট স্কুলের পরিচালক নূর মোহাম্মদ পলাশ, মর্নিংডিউ কিন্ডারগার্টেনের পরিচালক মাহবুবা আক্তার, জয়ভোগ পাবলিক কিন্ডারগার্টেনের পরিচালক মো: নজরুল ইসলাম, সূর্য আইডিয়াল স্কুল কাঠুরি শাখার প্রধান শিক্ষক অজিফা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট কিন্ডারগার্টেনের পরিচালক মো: আলী হাসান, মো: পলাশ হোসেন, ন্যাশনাল একাডেমীর পরিচালক মোঃ সবুজ হোসেন, শেখ আব্দুর রউফ একাডেমিক স্কুলের পরিচালক মো: আমিনুল ইসলাম, দারুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার পরিচালক মো: ইকবাল কবির, মামুদনগর কিন্ডারগার্টেনের পরিচালক আনন্দ সূত্রধর সহ সমিতির সদস্য ভুক্ত অন্যান্য প্রতিষ্ঠান প্রধান গণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good