১৯ ডিসেম্বর, ২০২৩
ছবি: প্রতীকী
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকায় একটি মালবাহী ট্রাক চাপায় পাভেল দে (৪৮) নামের পথচারী নিহত হয়েছেন।
গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে বাংলাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত পাভেল দে স্কয়ার কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর হাসিমপুর এলাকার মৃত মন্টু কুমার দে'র ছেলে।
রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আজিজুল বারী তিনিবলেন, সোমবার সকালে কক্সবাজার সদরের মহাসড়কের বাংলাবাজার এলাকায় মালবাহী ট্রাক উল্টে যায়।
এ সময় একজন পথচারী নিহত হয় । তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।' এদিকে মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে ঘটনায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ একঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে যানচলাচল স্বাভাবিক করে।
Good news
Good