৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

বাংলাবাজারে ট্রাক চাপায় পথচারী নিহত

১৯ ডিসেম্বর, ২০২৩

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: প্রতীকী

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকায় একটি মালবাহী ট্রাক চাপায় পাভেল দে (৪৮) নামের পথচারী নিহত হয়েছেন। 

গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে বাংলাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত পাভেল দে স্কয়ার কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর হাসিমপুর এলাকার মৃত মন্টু কুমার দে'র ছেলে। 

রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আজিজুল বারী তিনিবলেন, সোমবার সকালে কক্সবাজার সদরের মহাসড়কের বাংলাবাজার এলাকায় মালবাহী ট্রাক উল্টে যায়। 

এ সময় একজন পথচারী নিহত হয় । তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।' এদিকে মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে ঘটনায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ একঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে যানচলাচল স্বাভাবিক করে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good