০১ মে ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

বান্দরবান ও কক্সবাজার ৩ দিনের সফরে আসছেন রাষ্ট্রপতি

২৯ Jul, ২০২৩

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শনিবার (২৯ জুলাই) থেকে সোমবার (৩১ জুলাই) পর্যন্ত ৩ দিনের সফরে বান্দরবান ও কক্সবাজারে আসছেন। রাষ্ট্রপতি শনিবার দুপুর ১২ টা ৩৫ মিনিটে হেলিকপ্টার যোগে বান্দরবানের নীলগিরি পৌঁছাবেন। নীলগিরিতে তিনি প্রাকৃতিক সৌন্দর্য ও সূর্যাস্থ অবলোকন করবেন। একইদিন সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে তিনি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন এবং রাত ৮ টা ১৫ মিনিটে সেখানে ফানুস উড়াবেন। 

পরদিন রবিবার ৩০ জুলাই সকাল ১০ টা ১০ মিনিটে বান্দরবানের নীলগিরিতে তিনি বৃক্ষরোপণ করবেন এবং নীলগিরি হ্যালিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে রওয়ানা দিয়ে ১০ টা ৪০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন।একইদিন বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কক্সবাজার লাবনী পয়েন্টে সমুদ্র সৈকত দর্শন করবেন। রাত ৮ টায় তিনি জলতরঙ্গ রিসোর্টে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। 

পরদিন সোমবার ৩১ জুলাই সকাল ১০ টায় তিনি কক্সবাজার মেরিন ড্রাইভ হয়ে দরিয়ানগর সমুদ্র সৈকত দর্শন করবেন। একইদিন বিকেল ৫ টায় তিনি হেলিকপ্টার যোগে কক্সবাজার বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। 

এসব তথ্য জানা গেছে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীউল ইসলাম প্রেরিত একটি সফরসূচিতে। রাষ্ট্রপতির এই সফরে প্রায় ৩০ জন ব্যক্তি সাথে থাকবেন বলে জানা গেছে। 


রাষ্ট্রপতির এই সফর উপলক্ষে সক্রিয় রয়েছে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা।
 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good