০২ অক্টোবর, ২০২২
ছবি: সংগৃহিত
রোববার (২ অক্টোবর) দুপুরে ফকিরহাটের খুলনা মাওয়া মহাসড়কে পালের হাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাজু সরকার (২৪) মোল্লাহাট উপজেলার উত্তর আমবাড়ি গ্রামের তপন সরকারের ছেলে।
স্থানীয় মাসুম বিল্লাহ বলেন, বাগেরহাটের কাটাখালি থেকে মোটরসাইকেল চালিয়ে মোল্লাহাটের দিকে যাচ্ছিল রাজু সরকার। পালেরহাট নামক স্থানে খুলনাগামী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে এসে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই রাজু নিহত হন।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধাক্কা দেওয়া কাভার্ড ভ্যানটিকে শনাক্তের চেষ্টা চলছে।
Good news
Good