৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

আওয়ামী লীগের সম্মেলনে কাদের সিদ্দিকী-ইনু-জি এম কাদের

২৪ ডিসেম্বর, ২০২২

জুয়েল রানা,
স্টাফ রিপোর্টার

ছবি: আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন বিভিন্ন দলের নেতারাও।

সম্মেলনস্থলে দেখা গেছে আওয়ামী লীগের শরিক ১৪ দলের নেতারা। ১৪ দলের নেতাদের মধ্যে উপস্থিত আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আক্তার, জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ও বাসদের সাধারণ সম্পাদক রেজাউল রশিদ খান।

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ বিভিন্ন দল, জোট ও শরিক দলের নেতারা। সম্মেলনে উপস্থিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরও।

এ ছাড়া সম্মেলনস্থলে দেখা গেছে আওয়ামী লীগের শরিক ১৪ দলের নেতাদের। ১৪ দলের নেতাদের মধ্যে উপস্থিত আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আক্তার, জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ও বাসদের সাধারণ সম্পাদক রেজাউল রশিদ খান।

এর আগে শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর-উত্তম।

আওয়ামী লীগের ২২তম সম্মেলনের ঠিক আগের দিন এবং জাতীয় নির্বাচনের আগে বঙ্গবীর কাদের সিদ্দিকীর এ সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ তৈরি হয়েছে।

অবশ্য প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব শাখাওয়াত মুন গণমাধ্যমকে জানিয়েছেন, সৌজন্য সাক্ষাতে তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেছেন। একে অপরের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো ছবিতে দেখা গেছে, বঙ্গবীর কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকীসহ পরিবারের আরও দুই তরুণী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দুই তরুণীর পরিচয় অবশ্য জানা যায়নি।

বঙ্গবীর কাদের সিদ্দিকী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাঘা সিদ্দিকী নামে পরিচিত ছিলেন। মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক তিনি। ভারতীয় মিত্র বাহিনীর সাহায্য ছাড়াই ১৯৭১ সালের ডিসেম্বরের প্রথমার্ধে ঢাকা আক্রমণের প্রস্তুতি শেষ করেছিলেন। তাকে বঙ্গবীর নামেও ডাকা হয়।

মুক্তিযুদ্ধের অন্যতম কাদেরিয়া বাহিনী তার নেতৃত্বে গঠিত ও পরিচালিত হয়েছিল।

Related Article