৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

আশ্রয়ণ প্রকল্প ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

১৭ ফেব্রুয়ারী, ২০২৩

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত।

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স, জাপান, চীন ও ইন্দানেশিয়ার রাষ্ট্রদূত। এ ছাড়াও ১৭ জনের এ প্রতিনিধি দলে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।
(১৭ ফেব্রুয়ারী) শুক্রবার সকাল ১১ টায় এ প্রতিনিধি দল হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে এসে পৌঁছেন।


শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চার দেশের রাষ্ট্রদূতসহ প্রতিনিধি দল ভাসানচরের বিভিন্ন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় আশ্রয়ণ প্রকল্প ভাসানচরের বিভিন্ন ওয়্যার হাউজে বসবাসরত রোহিঙ্গাদের সাথে তাদের সুযোগ সুবিধা ও জীবনযাত্রার মানসহ নানা বিষয়ে আলোচনা করেন তারা। বিকেল ৪টায় আশ্রয়ণ প্রকল্প ভাসানচর পরিদর্শন শেষে প্রতিনিধি দল ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।
এর আগে শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় হেলিকপ্টার যোগে আশ্রয়ণ প্রকল্প ভাসানচর পৌঁছান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই, ইন্দানেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তে সুবোলো ও জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস,ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের অফিসার ইনচার্জ সিমোন পার্চমেন্ট, জাতীয়সংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনারের প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লাউ। এ ছাড়াও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সালাহ উদ্দিন, মহাপরিচালক প্রশাসন আহসান কিবরিয়া সিদ্দিকী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব কায়সারুল ইসলাম, পরিচালক-১৪ ডা.মোহাম্মদ মহিবুল হাসান, পরিচালক-৯ মোহাম্মদ নাজমুল হক।

Related Article