২৪ জানুয়ারী, ২০২৩
ছবি: কোকোর ০৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর ০৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সকাল ১০.০০ টায় রাজধানীর বনানী কবরস্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের নেতা এবং কর্মীদের উপস্থিতি শুরু হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের প্রধান উপদেষ্টা জনাব জয়নুল আবদিন ফারুক। এসময় তিনি বলেন আরাফাত রহমান ককোর মৃত্যুর এই শোককে শক্তিতে রূপান্তর করে আমরা রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে সুষ্ঠ নির্বাচন আয়োজনে বাধ্য করা হবে।
উক্ত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি ডাক্তার আবু হানিফ যুগ্মসাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক এবং নরসিংদী জেলা নবীনদলের সভাপতি জনাব মোঃ আমির হোসেন সহ নবীন দলের নেতৃবৃন্দ।
তথ্যসূত্রঃ আঃ হালিম সরদার, গফরগাঁও উপজেলা (ময়মনসিংহ) প্রতিনিধি।