১৩ অক্টোবর, ২০২২
ছবি: ভুমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার(১৩/১০) সকালে সরকারি হাই স্কুল মাঠে আলোচনা সভা, ভুমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া অনুষ্ঠিত হয়। সিলিন্ডার গ্যাস থেকে অগ্নিকাণ্ড ঘটলে ও ভুমিকম্প হলে কিভাবে রক্ষা পাওয়া যায় এই বিষয়ে উপর মহড়া দেয়া হয়। এতে ফায়ার সার্ভিস ও স্কুলের ছাত্ররা অংশ নেয়। পরে ইউএনও একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবু মোছা, পিআইও অফিসের সহকারী প্রকৌশলী মাহবুবর রহমান, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী খোরশেদ আলম জয়, ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেবব্রত সরকার, বিএডিসি উপসহকারী প্রকৌশলী মোঃআল আমিন, এলজিআরডির উপসহকারী প্রকৌশলী আল আমিন, এসআই খোরশেদ আলম, সাংবাদিক জালাল উদ্দীন মনির ও সহকারী শিক্ষক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। ইউএনও একরামুল ছিদ্দিক বলেন, আগুন লাগলে আমরা হুড়াহুড়ি করি, কেউবা মোবাইলে ভিডিও করি কিন্ত কেউ আগুন নিভানোর জন্য কাজ করিনা। আগুন লাগলে প্রথমেই ৯৯৯ নম্বরে ফোন করবো ও সকলে মিলে আগুন নিভানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। আজকে এই হোক আমাদের অঙ্গিকার।
Good news
Good